এবার শুক্র গ্রহে অভিযান চালাবে আমিরাত

শেয়ার করুন           মঙ্গলের পর এবার শুক্র গ্রহে নতুন মহাকাশ অভিযানের ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত।  শুক্র গ্রহের পাশাপাশি এ অভিযানে সৌরজগতের গ্রহাণু বলয় পরীক্ষা করবে। মঙ্গলবার টুইটারে আমিরাত সরকার এ ঘোষণা দিয়েছে। দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রশিদ টুইটারে জানান, পরিকল্পনার মধ্যে রয়েছে একটি গ্রহাণুতে ক্রাফট ল্যান্ডিং করা। এটি হবে কোনো আরব মহাকাশ অভিযানে প্রথমবারের মতো গ্রহাণুতে অবতরণ।